বিপদগ্রস্থ জনগোষ্ঠির পাশে দাঁড়াতে হবে

0

সিটিনিউজ ডেস্ক::পাঁচলাইশ-ডবলমুরিং থানা পূজা উদ্যাপন পরিষদের সাথে এক মতবিনিময় সভায় বিশিস্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, সকল ধর্মীয় সম্প্রদায়ের সম্প্রীতির এদেশে স্বাধীনভাবে আমরা ঈদ-পূজা-পার্বণ উদ্যাপন করছি। উৎসবের আয়োজন করতে আমরা সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করি। আমাদের প্রতিবেশী দেশে মানবিক বিপর্যয় ঘটছে। জাতিগত বিদ্বেষের কারণে আজ লক্ষ লক্ষ মানুষ ভিটেমাটি হারা আমাদের দেশের শরণার্থী শিবিরে অনিশ্চিত জীবন যাপন করছে। আমাদেরকে মানবিক বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। উৎসবের আয়োজন এবং কেনাকাটা থেকে কিছুটা সাশ্রয় করে আশ্রিত মানুষগুলোর সাহায্যার্থে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী মানবতার প্রতিক হিসেবে বিশ্বে প্রশংসিত হচ্ছে। এটা দেশবাসীর জন্য গৌরবের। ডবলমুরিং থানা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি তমাল চৌধুরী’র সভাপতিত্বে এই সভার পরিচালনা করেন পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে।

এসময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস.এম সাঈদ সুমন, আশরাফুল গণি, দেবাশীষ নাথ দেবু, স্ট্যালিন দে, সজল দাশ। দুই থানার আওতাধীন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- বিকাশ চন্দ্র শীল, সুজন পাল, দেবাকর বিশ্বাস, সুমন দেবনাথ, রনি দে, সজীব শর্মা, যীশু নাথ, রাজ কুমার নাথ, কিরণ দাশ, চন্দন দেবনাথ, উশ রঞ্জন ভৌমিক, জয় দে, অনিক চৌধুরী, রাসেল দাশ, দুর্জয় দে, সুবল দে, সানি সেন, মৃদুল দে, রাজু দাশ প্রমুখ।

সভার পরে পাঁচলাইশ ও ডবলমুরিং থানার প্রতিটি মন্ডপ কমিটির হাতে চট্টগ্রামের সাবেক মেযর, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন ফরিদ মাহমুদ সহ উপস্থিত থানা ও নগর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.