মূল্যবোধের বিকাশে চাই ‘বই পড়া’ আন্দোলন

0

নিজস্ব প্রতিবেদক::রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বইমেলা স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ও কলামিষ্ট এম. নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

বিশেষ অতিথি ছিল প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, লায়ন সফিকুর রহমান, ভাইস-প্রিন্সিপাল ওসমান গণি, ডিরেক্টর এস এম সারোয়ার, সিনিয়র শিক্ষিকা মিসেস রাবেয়া ইয়াসমিন , পুলক বড়–য়া, রনী কুমার নাথ, তাহমিনা আলী, সাইফুল ইসলাম, শাহ এমরান, তৌকিরুল আলম, মিসেস জাকিয়া উম্মে তোফা, মো: বেলাল হোসেন, মো: ইউসুফ, ইসমত জেরিন, জিনাত রেহানা, তাহেরা সুলতানা, তাসনিয়া তারান্নুম, তাহমিনা আলী, মিসেস শাহিন আক্তার, সানজিদা, আকলিমা সুলতানা, উম্মে সালমা, সোনিয়া আক্তার, মুনিয়া আক্তার, তৃপ্তি বড়–য়া, সাজেদা বেগম প্রমুখ ।

প্রধান অতিথি কলামিষ্ট এম. নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, বই মানুষের অকৃত্রিম বন্ধু, বইয়ের সাথে সম্পর্ক হলে আত্মার সম্পর্ক সৃজনশীল হয়। মানবিক মূল্যবোধের বিকাশে ঘরে ঘরে বই পড়া আন্দোলন শুরু করতে হবে।

তিনি স্কুলের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.