কৃষি উন্নয়নের পেছনে চ্যানেল আইয়ের অবদান অপরিসীম-ভূমি প্রতিমন্ত্রী

0

আনোয়ারা প্রতিনিধি,সিটিনিউজ :: দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই দেড় যুগ পেরিয়ে ১৯বছরে পদার্পন উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চট্টগ্রাম এবং চ্যানেল আই চট্টগ্রাম অফিসের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে।

শনিবার আনোয়ারা উপজেলার হাইলধর বশিরুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষি উন্নয়নের যে বিপ্লব ঘটেছে তার পেছনে চ্যানেল আইয়ের বিরাট অবদান রয়েছে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান সরকারের উন্নয়নের সহযোগি হিসেবেও কাজ করছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঝুকে পড়ছে, তার থেকে তোমরা বিরত থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

চ্যানেল আইয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫হাজার গাছের চারা বিতরণকে দেশের সবুজ বিপ্লব ঘটানোর অংশ হিসেবে উল্লেখ করেন ভূমি প্রতিমন্ত্রী।

আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের উপদেষ্টা দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ,ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, কনকর্ড এর সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসাইন রনী, ডেপুটি ম্যানেজার বিশ^জিৎ পাল, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম, বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তেয়ার মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ কলিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাশেম, যুব সংগঠক রিপন চৌধুরী, স্থানীয় আওয়ামীলীগ নেতা শহিদুল আলম বাহাদুর, মোহাম্মদ হাসান, আলী আকবর, মোহাম্মদ ওসমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল।

চ্যানেল আইয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম অফিসের মাসব্যাপী কর্মসূচির মধ্যে স্বাবলম্বী নারী সমাবেশ ও সার্টিফিকেট বিতরণ, নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতন মূলক সমাবেশ ও র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব, মাদক বিরোধী সমাবেশ, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই বিতরণ ও বর্ণাঢ্য শোভা যাত্রা, কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.