ক্রিকেটে ফিরছেন সালমান বাট!

0

স্পোর্টস ডেস্ক:: স্পট ফিক্সিংয়ের অপরাধে যখন ধরা পড়েন তখন পাকিস্তানের অধিনায়ক তিনি। অল্প বয়সেই তিন সংস্করণের ক্রিকেট মাতানো সালমান বাট তারপর জেল খেটেছেন। ৫ বছর নিষিদ্ধ ছিলেন সব ধরণের ক্রিকেটে। তবে খুব শিগগিরই হয়তো আবার পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে এই কলঙ্কিত ব্যাটসম্যানকে। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক সেই ইঙ্গিতই দিয়েছেন। বলেছেন, ‘ফিরে আসার পর সে খুব ভালো খেরে চলেছে। আমরা তাকে বিবেচনায় রেখেছি।’

৭ বছর কেটে গেছে মাঝে। ৫ বছর নিষেধাজ্ঞায়। ২০১০ সালে ইংল্যান্ড সফরে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে নিয়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছিলেন বাট। আমির ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন। আসিফ ফেরার পথ পাচ্ছেন না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন গত দুই বছর। তাই ৭ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের পথটা দেখতে পাচ্ছেন বাট।

২০১৬ এর জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর লিস্ট এ ক্রিকেটে প্রথম মৌসুমেই ৭ ম্যাচে ১০৭.২ গড়ে ৫৩৬ রান করেছিলেন বাট। এর সাথে ফার্স্ট ক্লাসে ১০ ম্যাচে ৪৯.৪ গড়ে ৭৪১ রান! এমনকি টি-টুয়েন্টিতেও কম যাচ্ছেন না। এই মৌসুমে ৮ ম্যাচে ৩৬০ রান। গড় ৭০। ম্যাচ গড়াপেটার অন্ধকার থেকে মাথা তুলে পৃথিবীর আলোটা খুব ভালো ভাবে দেখতে পাচ্ছেন ৩২ বছরের নিন্দিত তারকা।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে আমিরাতে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছেন ইনজামাম। প্রধান নির্বাচকের কথাতেই ফুটে উঠেছে সালমান বাটের ব্যাটিংয়ে তার মুগ্ধতা। ‘সে এখন আমাদের হাই পারফরম্যান্স ক্যাম্পে আছে। আসলেই সে ব্যতিক্রমী খেলোয়াড়।’ ইনজামাম বলেছেন, ‘একজন খেলোয়াড় ৫ বছর খেলার বাইরে ছিল। তারপরও তার ফিটনেসের এমন মান দেখতে দারুণ লাগে। নির্বাচিত হওয়ার সবকিছুই পূরণ করেছে ও। আমাদের অবশ্য পরিকল্পনা আছে তাকে নিয়ে। আমরা তাকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে টেনে আনছি না। আগে তাকে এ দলে খেলানোর চেষ্টা করবো। তারপর সেখান থেকে সে যেখানে যেতে পারে যাক।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.