প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: দুদু

0

সিটিনিউজ ডেস্ক::আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি দেশ পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পরামর্শ নিতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। চাল ও শিশু খাদ্যসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য গঠনের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে গণসংস্কৃতি দল নামের বিএনপিপন্থী একটি সংগঠন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, ‘বিএনপি ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন চায়নি বলে এর বিরোধিতা করে আপনাকে বলেছিল এমন নির্বাচন করবেন না, করলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কথাটা শুনলে আপনি (শেখ হাসিনা) ইতিহাসের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী হতেন না।’

দেশ এখন একটি অপশাসনের মুখোমুখি হয়েছে বলে দাবি করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশে এখন কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই। শিশুরা আজকে যে খাবার খাবে সেটাও লুটপাট করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদুর পরামর্শ, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও দেশ পরিচালনা করেছেন। আপনি ব্যর্থ হলে তার (খালেদা) কাছ থেকে পরামর্শ নিতে পারেন।’

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘নিউয়র্কে বসে আপনি যেসব কথা বলছেন তাতে আমরা লজ্জিত। বেশি অহংকার করে কথা বলবেন না, দেশ পরিচালনায় আওয়ামী লীগের সাফল্য আছে, তা দেশের কোনো মূর্খ মানুষও বলতে পারবে না।’

এ সময় তিনি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।  বলেন, ‘লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুব শিগগির দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন, তা সরকার মেনে নিলে ভালো। না মানলে  যে আন্দোলনের মুখোমুখি হতে হবে, তা হবে ইতিহাসের ভয়াবহতম আন্দোলন।’

বিএনপি ও ২০ দলের পেছনে ফেরার কোনো রাস্তা নেই উল্লেখ করে দুদু বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করার দরকার তা-ই করবে বিএনপি। আপনি (প্রধানমন্ত্রী) সমঝোতায় আসুন, অন্যথায় ইতিহাসের ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হয় বলে দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।  বর্তমানে দেশের মানুষ এক ধরনের নীরব দুর্ভিক্ষের মুখোমুখী বলেও দাবি করেন তিনি। দুদু বলেন, ‘আওয়ামী লীগের লুটপাটের কারণে শেখ মুজিবুর রহমানের সময় এক ধরনের ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। তার কন্যা ২০০৮ সালে ক্ষমতায় যাবার আগে ১০ কেজি চাল খাওয়াবেন বলে ওয়াদা করেছিলেন, সেই চাল আজ প্রায় ৭০ টাকা কেজি।’

আয়োজক সংগঠনের সভাপতি এস আল-মামুনেরর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.