প্রধানমন্ত্রীর সময়োচিত পদক্ষেপে কঠিন পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়েছে- সেতুমন্ত্রী

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :   সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় নেয়ার মত কঠিন পরিস্থিতির মোকাবেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারনে সম্ভব হয়েছে। বেসামরিক প্রশাসনের সাথে সেবা কার্যে সামরিক প্রশাসন যোগ দেয়ায় সার্ভিস টিম আরো শক্তিশালী হয়েছে।

মন্ত্রী আজ রবিবার(২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিয়ানমার থেকে আগত আশ্রয়প্রার্থী নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান বিষয়ক মত বিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, তাজুল ইসলাম এমপি, আশরাফ উল্লাহ এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, নেজামুদ্দিন নদভী এমপি, আবদুর রহমান বদি এমপি , বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধি দল, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সার্ভিস সেক্টরের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আলী হোসেন ত্রাণ বিতরণ কার্যক্রমহ সার্বিক বিষয় সভায় তুলে ধরেন। সভায় মিয়ানমার শরণার্থীদের জন্য ২ হাজার একর জায়গায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, সংযোগ সড়ক নির্মাণ, স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম, স্যানিটারী পায়খানা নির্মাণ , বিদ্যুৎ সংযোগ প্রদানসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেতু মন্ত্রী বলেন, দেশের মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে যাকে দিয়ে যে কাজ দ্রুত হবে , তাকে সে কাজের দায়িত্ব দিতে হবে। বিভিন্ন সংস্তার মতামতের ভিত্তিতে সেবা কার্যক্রম আরো শক্তিশালী করা হবে।

তথ্য মন্ত্রী নাগরিক আ্ইন তুলে ধরে বলেন, বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া মিয়ানমার শিশুদের বিষযে সচেতন থাকতে হবে। নবজাতকদের পিতামাতার ঠিকানা নিবন্ধনের সময় সঠিকভাবে লিপিদ্ধ করতে হবে। এ সময় তিনি বিভিন্ন সংক্রামক রোগব্যাধি যেন মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।

সভায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া নগদ ও চেকে ৩৫ লক্ষ টাকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.