‘মানুষকে গুম করে নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন পূরণ হবে না’

0

সিটিনিউজ ডেস্ক:: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিভিন্ন সময় প্রতিপক্ষ রাজনৈতিক দলের আটক করা ১০ হাজারের ও বেশি রাজবন্দি বর্তমানে দেশের বিভিন্ন জেলখানাতে রয়েছে। তাদের অনতিবিলম্বে মুক্তি দেয়া না হলে প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন পূরণ হবে না। কারণ, এভাবে মানুষকে গুম করে আটকে রাখা মানবতাবিরোধী অপরাধ।

সোমবার দুপুরে জাতীয়ে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম. এম আমিনুর রহমানের সন্ধানে আয়োজিত এক নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

ডা. জাফরুল্লাহ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে হত্যা, নির্যাতন ও ধর্ষণ চলছে তা মানবতাবিরোধী অপরাধ। একই সঙ্গে বাংলাদেশেও যে নানা সময় কোনও কারণ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের গুম করা হচ্ছে, সেগুলোও মানবতাবিরোধী অপরাধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি নিয়ে সোচ্চার উল্লেখ করে জাফরউল্লাহ বলেন, তিনি যখন জাতিসংঘে রোহিঙ্গা নির্যাতন নিয়ে ভাষণ দিচ্ছেলেন তখন উনার মনে কি উঁকি দিয়েছিল দেশের ভিতরে গুম হওয়ায় হাজার হাজার রাজবন্দির কথা?

বিএনপিপন্থি এই বুদ্ধিজীবী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) এখন নোবেল প্রাইজ পাওয়ার স্বপ্ন দেখছেন। আমি তাকে বলতে চাই দেশে আটক ১০ হাজারেও বেশি রাজবন্দিকে মুক্ত না করা হলে উনার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিতে হবে দেশে আর কোনো গুম-হত্যার মতো ঘটনা যেন না ঘটে।
আমিনুরের দ্রুত মুক্তির দাবিও জানান তিনি।

দেশে গুম ও হত্যা বন্ধে উচ্চ আদালতের বিচারপতিদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা।

আয়োজক সংগঠনের মহাসচিব মঞ্জুর হোসেন ঈশার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের উপদেষ্টা ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.