রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা তুরস্কের উপ-প্রধানমন্ত্রীর

0

নিজস্ব প্রতিবেদক,উখিয়া, (কক্সবাজার):: রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আর্ন্তজাতিক চাপ সৃষ্টিতে সহায়তা করছে বলে জানিয়েছেন তুরস্কের উপ-প্রাধান মন্ত্রী রিসেপ আব্বাস । বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

ধবার দুপুর সাড়ে ১২টার সময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে একথা বলেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তিনি বলেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ফেরত না যায় ততদিন পর্যন্ত তাদের থাকা খাওয়াসহ সব ধরণের সহযোগীতা দেবে তুরস্ক।

এ সময় ছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজেল হোসেন চৌধুরী মায়া, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.