‘রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ’  

0
সিটিনিউজ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে জনসমর্থন আদায় করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রীর কূটনৈতিক তৎপরতা নেই বললেই চলে। তিনি পাথরের মত ঢাকায় বসে আছেন। এতেই প্রমাণ হয় কূটনৈতিকভাবে সরকার সম্পূর্ণ ব্যর্থ।’
ড. মঈন খান বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাহাপাড়া গ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন। মণ্ডপ পরিদর্শনের সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহার হাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপহার শারদীয় শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া তুলে দেন। এর আগে মির্জাপুর থানা বিএনপির উদ্যোগে বংশাই রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজবী আহমেদ বলেন, ‘নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণ যাতে নিজেদের ভোট দিতে পারেন সে জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন নিশ্চিত করতে হবে।’
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম, মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, বিএনপির সদস্য ফিরোজ হায়দার খান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়া প্রমুখ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.