অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

0

সিটিনিউজবিডি  :   ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। ২৩ জানুয়ারি বিশ্বকাপের পর্দা উঠবে, আর শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। বাংলাদেশের ৭টি ভেন্যুতে যুব বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সাতটি ভেন্যুর মধ্যে রয়েছে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১৬ দলের এই বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৮টি। ১৬টি প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে ৬৪টি ম্যাচ ও ১৩০ টি অনুশীলন সেশন হবে। বাংলাদেশ দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে চট্টগ্রাম ও কক্সবাজার স্টেডিয়ামে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.