কবিয়াল কালাম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল: বৃহস্পতিবার ৫ অক্টোবর বিষুদবার কবিয়াল সম্রাট খ্যাত কালাম মিয়া ফারুকীর ৫ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে কবিয়াল সমন্বয় সংসদ, গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা” ও পারিবারিক আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মাইজভান্ডারী ছেমা মাহফিল, স্মরণালোচনা সভা, জেয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা ইত্যাদি।

উল্লেখ্য, বিখ্যাত কবিয়াল কালাম মিয়া ফারুকী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামের মাস্টারহাট সংলগ্ন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৫ইং সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন স্থানে কিশোর বয়স থেকে প্রায় তিন হাজার আসরে কৃতিত্ব ও গৌরবের সাথে কবিগান পরিবেশন করে ছিলেন। ২০১২ সালের ৫ অক্টোবর ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.