সাংবাদিক হাউজিং সোসাইটি অফিসে হামলা

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামে সাংবাদিক হাউজিং সোসাইটির কার্যালয়ে গতকাল বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় গতরাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক হাসান ফেরদৌস, কোষাধ্যক্ষ নূরউদ্দিনসহ কয়েকজন কর্মকর্তা রাতে কার্যালয়ে বসা ছিলেন। তখনই হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি।

হাসান ফেরদৌস বলেন, ‘আমরা অফিসে বসা ছিলাম। হঠাত্ অফিসের চালে বৃষ্টির মতো ইট-পাথর পড়ছিল। একপর্যায়ে অফিসের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণের শব্দে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কারা হামলা করেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ’

সাংবাদিক হাউজিং সোসাইটির অফিসে হামলার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ন্যক্কারজনক এ হামলায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.