রোববার ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক

0

সিটিনিউজ ডেস্ক:: মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের জাতিগত নিধনযজ্ঞের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং।

চার দিনের সফরে রোববার তিনি ঢাকায় পৌঁছাবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, রোববার ঢাকায় পৌঁছে পরদিন সোমাবর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন আইওএম পরিচালক।

এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।

এদিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে রোববার এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.