রোহিঙ্গা শরনার্থীদের মাঝে সমিতিরহাট ইউনিয়ন পরিষদ ও প্রবাসী পরিষদের ত্রাণ সহায়তা প্রদান

0

নিজস্ব প্রতিবেদক
মায়ানমারের নিপীড়িত রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়িয়েছেন ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়ন পরিষদ ও সমিতিরহাট প্রবাসী পরিষদ। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনর রশিদ ইমনের আহবানে এাণ সহায়তা নিয়ে এগিয়ে আসেন ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও সমিতিরহাট প্রবাসী পরিষদ। এতে দেড় হাজারের অধিক মানুষের জন্য পরিদেয় বস্ত্র, শুকনো খাবার, পানীয় জল, থাকার তাবুুসহ নানা ত্রাণ সহায়তা নিয়ে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে ট্রাকযোগে কক্সবাজারের টেকনাফ-উখিয়ার বিভিন্ন পয়েন্টে শরনার্থী শিবিরে ছুটে যান। এর পূর্বে রাত দশটায় ইউ.পি কার্যালয়ে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের নিরাপদে নিজভূমে ফিরিয়ে নেয়ার দাবী জানিয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া কামনা করা হয়। এতে বক্তব্য রাখেন- সমিতিরহাট ইউ.পি চেয়ারম্যান হারুনর রশিদ ইমন।
তিনি বলেন, ‘অন্যায়ভাবে আরাকান রাজ্যের সাধারণ মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে অং সান সু চি। বিশ্ব মানবের হৃদয়ে একটি নিকৃষ্ট, কলঙ্খিত নাম হিসবে থাকবে সু চি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.