ইসির সঙ্গে সংলাপে বিএনপি

0

সিটিনিউজ ডেস্ক:: নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে যোগ দিয়েছে বিএনপির প্রতিনিধিদল। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়েছে। সংলাপে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে বাকি কমিশনার ও ইসির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিএনপি ১৭ সদস্যের প্রতিনিধিদলের তালিকা দিলেও এখন পর্যন্ত ১৫ জন উপস্থিত হয়েছেন।

জানা গেছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। এজন্য দলটি ১২টির বেশি সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করেছে, যা লিখিতভাবে সংলাপে উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত রোডম্যাপ প্রকাশের পর ৩০ জুলাই প্রথম ধাপে সুশীল সমাজের প্রতিনিধি, দ্বিতীয় ধাপে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।

তৃতীয় ধাপে ২৪ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়। আগামী ১৮ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে ইসি সংলাপ করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.