চুয়েটে ১৬ অক্টোবর ‘ইলেক্ট্রিক্যাল ডে’

0

সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে আগামীকাল ১৬ অক্টোবর (সোমবার) ‘ইইই ডে-২০১৭’ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে ইইই বিভাগের ’১২ ব্যাচের বিদায় ও ‘১৬ ব্যাচের নবীন বরণ উপলক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করবেন ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন।

সোমবার সকাল ১০ টায় আনন্দর‌্যালীর মাধ্যমে দিনব্যাপী বর্ণিল আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘রিসার্চ মেথডলজি ফর ইয়াং রিসার্চারস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান আহাদ।

এছাড়া বেলা ২.৩০ ঘটিকায় ‘সার্কিট অলিম্পিয়াড’, বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচের পাশাপাশি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.