এম কে আনোয়ার আর নেই

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার আর নেই। সোমবার দিনগত রাত একটা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ছেলে মাহবুব আনোয়ারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি  নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে এমকে আনোয়ারের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্ণাঢ্য এই রাজনীতিকের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। সংক্ষেপে তিনি এমকে আনোয়ার হিসেবেই পরিচিত। ১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করা এমকে আনোয়ার কর্মজীবনে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি দু’বার বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.