ঢাকা আসছেন ইইউ কমিশনার

0

সিটিনিউজ ডেস্ক :: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস ৩ দিনের সফরে আজ সোমবার সন্ধ্যায় (৩০ অক্টোবর) বাংলাদেশ আসছেন।

ঢাকায় এসেই পরের দিন সকালে তিনি রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে কক্সবাজার যাবেন বলে জানা যায়।

আগামী বুধবার (০১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিস্টোস স্টাইলিয়ানিডস।

ইইউ কমিশনারের এ সফর রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা। তিনি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ভূমিকা রাখেন।

ইইউ ইতিমধ্যে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ইউরোপ ভ্রমণ নিষিদ্ধ করেছে। ইইউ যে আহ্বান জানিয়েছে তাতে মিয়ানমার সাড়া না দিলে দেশটির বিপক্ষে আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

ইইউ কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস এবারের সফরে যদি নেতিবাচক কিছু পান তাহলে মিয়ানমারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.