নগরীর ফুটপাতে গ্যারেজ এলাকাবাসী দুর্ভোগে পুলিশের গাফেলতি

0

গোলাম সরওয়ার :  চট্টগ্রাম মহানগরীর এক কিলোমিটার থেকে কালামিয়া বাজার পর্যন্ত রাস্তায় যানবাহন রেখে অবৈধভাবে পার্কিং করা গাড়ির কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী ও বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগরের কার্য্যকারী কমিটির সদস্য সাহাবুদ্দিন জানান, রাস্তার একপাশে কাজ চলছে রাস্তার।

অন্যপাশে দিয়ে চলছে যানবাহন ও মানুষ। গামের্ন্টস ছুটির ও শুরু হাওয়ার সময় যানবাহনের চাপে মানুষ সড়কের একপাশ দিয়েও হাঁটতে বাধাপ্রাপ্ত হচ্ছে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন বলে জানান সাহাবুদ্দিন। উন্নয়নের নামে নগরীতে যততত্র উড়াল সেতু করতে গিয়ে সিডিএ নগরীকে একটি ভাঙ্গাচোরা শহরে পরিণত করেছে।

অন্যদিকে ট্রাফিক পুলিশ বখরা নিয়ে রাস্তায় গ্যারেজ করার সুযোগ করে দিয়েছে বাস ও ট্রাকের। যে কারণে রাস্তায় গ্যারেজ হিসাবে ব্যবহার হয়েছে দীর্ঘদিন যাবত। পুলিশের দায়িত্বহীনতায় জনগনের ভোগান্তি যে “ মরার উপর খাড়ার ঘাঁ” হিসাবে পড়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.