আনোয়ারা কলেজে আখতারুজ্জামান বাবুর স্মরণসভা

0

আনোয়ারা প্রতিনিধি,সিটিনিউজ :: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিদুয়ানুল হক,অধ্যাপক মীর কাশেম,উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য জাফর উদ্দিন চৌধুরী,মোহাম্মদ সোলায়মান,কলিম উদ্দিন,ইয়াছিন হিরু,এম এ কাইয়ুম শাহ্,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,কলেজ ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন,সাইফুল ইসলাম শামীম,মঈন উদ্দিন, আবদুল হামিদ সুমন,রিটন নাথ বাবু,তারেক আজিজ,আনসার চৌধুরী,দিদারুল আলম,ফারুকুল ইসলাম, সাহাবুদ্দিন,শাকিল,ফয়সাল,অন্তরায় ও রাজিব প্রমুখ।

বক্তারা বলেন,আখতারুজ্জামান চৌধুরী বাবু আনোয়ারা কলেজ প্রতিষ্ঠাসহ আনোয়ারার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর আর্থিক অনুদানের মধ্যদিয়ে শিক্ষা প্রসারিত হয়েছে। শুধু তাই নয়,রাজনীতিতেও বিশ্বব্যাপী তাঁর সুখ্যাতি রয়েছে। ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনে নেত্রীর পাশে থেকে দলকে এগিয়ে নিয়েছেন। তিনি মরেও তাঁর কর্ম-কীর্তিতে এ দেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.