বিপিএল খেলতে ঢাকায় আফ্রিদি

0

সিটিনিউজ ডেস্ক::বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চলে এসেছেন ঢাকা ডায়নামাইটসের ‘প্রিয়’ তারকা শহীদ আফ্রিদি। আজ দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি এই তারকা অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ।

সিলেটে প্রথম পর্ব শেষে আগামী ১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২২ গজে নামবেন আফ্রিদি। ইতোমধ্যে ঢাকার বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় মাঠ মাতাচ্ছেন।

এরা হলেন-এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, ডেলপোর্ট, কাইরন পোলার্ড ও সুনীল নারিন। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে ঢাকায় আসবেন পাক পেসার মোহাম্মদ আমির। তবে ঢাকার হয়ে খেলার কথা থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পঞ্চম আসরে খেলা হচ্ছে না ওজি তারকা শেন ওয়াটসনের।

ঢাকা ডায়নামাইটস স্কোয়াড

দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলায়েন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর হোসেন সাদ্দাম।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদী, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, সুনীল নারাইন, আসেলা গুনারত্নে, কাইরন পোলার্ড, গ্রায়েম ক্রেমার, রন্সফোর্ড বিটন, নিরোশান ডিকওয়েলা, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, শাহীন শাহ আফ্রিদী, জো ডেনলি, আকিল হোসেইন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.