শহীদ শফিকুল আলম বাবলু’র ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

0

সিটিনিউজ ডেস্ক :   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সাবেক চট্টগ্রাম ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল আলম বাবলু’র ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা নগর ছাত্রদলের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, বাকলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ, আকবর শাহ্ থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উল ইসলাম নোমান, মোঃ জুয়েল, সাখাওয়াত হোসেন শাহীন, মশিউর রহমান টুটুল, বক্সির হাট ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বেলাল উদ্দিন চৌধুরী, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ হানিফ, দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী জুয়েল, সৌরভ প্রিয় পাল, কুতুব উদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল আহসান, পাথরঘাটা ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল, মহসিন কলেজ ছাত্রদল নেতা শফিউল আলম, চপই ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন, বক্সির হাট ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এন মোহাম্মদ রিমন, আরশে আজম আরিফ, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা তারেক প্রমুখ।

সভায় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, একটি স্বার্থন্বেষী মহল শফিকুল আলম বাবলুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। তাকে হত্যা করে তারা মনে করে ছিল নাসিরাবাদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধ্বংস করা যাবে। কিন্তু সাধারণ ছাত্র/ছাত্রীদের হৃদয়ে শহীদ জিয়ার অনুভূতি অম্লান। তাই অবিলম্বে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানান।বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.