সাব্বিরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সিলেট সিক্সার্স

0

খেলাধুলা,সিটিনিউজ :: রাজশাহী কিংস প্রথম চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় দিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে। ঘুরে দাঁড়ানোর জন্য আজ সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়টা খুবই দরকার মুশফিকুর রহিম-ড্যারেন স্যামিদের দল রাজশাহী কিংস এর। সে লক্ষ্যে শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক স্যামি।

অধিনায়কের সিদ্ধান্তকে মাঠে দারুণভাবে যৌক্তিক প্রমাণ করেছেন রাজশাহীর বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে সিলেট সিক্সার্সকে ১৫ ওভার পর্যন্ত বেঁধে রাখেন মেহেদী হাসান মিরাজ-জেমস ফ্রাঙ্কলিনরা। তবে সাব্বির রহমান ও টিম ব্রেসনানকে আটকাতে পারেননি তাঁরা। শেষ পাঁচ ওভারে রাজশাহীর বোলারদের পিটিয়ে স্কোরটাকে ১৪৬-এ নিয়ে যান এ দুজন। অথচ একটা সময় মনে হচ্ছিল, সিলেটের স্কোরটা ১২০-১২৫ রানের বেশি হবে না।

বল হাতে নেমে প্রথম ওভারেই আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দেন পাকিস্তানি স্পিডস্টার মোহাম্মদ সামি। উপুল থারাঙ্গা নির্ভরতার পরিচয় দিচ্ছিলেন। চতুর্থ ওভারে তাঁকে ফিরিয়ে দেন মিরাজ। দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেটে আগলে রাখতে পারেনি সিলেট। নুরুল হাসান সোহান ও নাসির হোসেন দলের জন্য তেমন কিছু করতে পারেননি।

শেষ কয়েক ওভারে টিম ব্রেসনান ও সাব্বির রহমান রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন। ফরহাদ রেজার করা ১৮তম ওভারে ২৪ রান নেন সাব্বির ও ব্রেসনান। পরের দুই ওভারেও ঝড়টা অব্যাহত রাখেন এ টাইগার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানের মাঝারি সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। সাব্বির ২৬ বলে করেন ৪১ রান। এ ছাড়া ব্রেসনান রান ২৯ করেন। শেষ তিন ওভারে ৫৩ রান নেয় সিলেট।

রাজশাহীর বোলারদের মধ্যে কেসরিক উইলিয়ামস নেন দুটি উইকেট। এ ছাড়া মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, জেমস ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল নেন একটি করে উইকেট।

রাজশাহী পয়েন্ট তালিকায় সবার নিচে থাকলেও দারুণ নৈপুণ্য দেখিয়ে পরবর্তী রাউন্ডের দিকে অনেকখানি এগিয়ে গেছে সিলেট সিক্সার্স। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। আজ রাজশাহীর বিপক্ষে জয় পেলে তারা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডের দিকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.