গ্যালাক্সি এস সিক্স’র নতুন সুবিধা

0

সিটিনিউজবিডি :  দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এসসিক্স এজ প্লাস চলতি মাসেই উন্মোচন করা হতে পারে। কেমন হবে যদি সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এ ডিভাইসের সঙ্গে একটি বাহ্যিক কিবোর্ড জুড়ে দেয়া যায়! হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু বাস্তবে এমনি আলোচনা চলছে প্রযুক্তি বিশ্বে। ডিভাইসটির সঙ্গে অতিরিক্ত একটি কেসের মাধ্যমে একটি কিবোর্ড জুড়ে দিয়ে ব্যবহার করা যাবে।

সম্প্রতি নেদারল্যান্ডসের একটি খুচরা বিক্রয় ওয়েবসাইটে গ্যালাক্সি এসক্সি প্লাসের কিবোর্ড কেস দেখা গেছে। যা অন্য অ্যাকসেসরিসের সঙ্গে সরবরাহ করা হচ্ছিলো। সিলভার রঙের এ কিবোর্ড অনলাইনে প্রকাশিত এসসিক্স এজ প্লাসের রঙের সঙ্গে মিলে গেছে বলে সংশ্লিষ্ট এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেনডেন্ট’।

এসসিক্স এজ প্লাসের বাহ্যিক কিবোর্ডের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আর এটি সত্যি হয়ে থাকলে এবার কিবোর্ডের মাধ্যমে লিখতে পারবেন এর গ্রাহকরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.