সাংবাদিক পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামবে

0

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের উপর সন্ত্রাসী হামলা শুধু সাংবাদিক সমাজের উপর হামলা নয়, এটি দেশের প্রগতিশীল সমাজের উপর হামলা। গ্রেফতারকৃত হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান ও তাদের ইন্দনদাতাদের গ্রেফতার করতে হবে। না হলে এসব সন্ত্রাসী সকল পেশাজীবীদের উপর হামলা করতে পিছপা হবেনা। আর সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে চট্টগ্রামের সাংবাদিক পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামবে।

রবিবার ১৯ নভেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সভাপতিত্বে ও সিইউজে সদস্য প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদেও সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুল হক, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদ, শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবুল বাশার, চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনা, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন সাকু, সুমন দেবনাথ, ইয়াসির আরাফাত, সাংবাদিক জোবায়ের জুয়েল প্রমূখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশিষ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার, সাংবাদিক নুরুদ্দিন, আবদুর রউফ পাটোয়ারী, বিশ্বজিত পাল, গোলাম সরওয়ার, গোলাম মর্তুজা, চম্পক চক্রবর্তী, চৌধুরী আহসান খুররম, আহসান হাবিুল আলম, এ এইচ এম কাউসার, সারোয়ার কামাল, এহসান কুতুবী প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.