সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ

0

সিটিনিউজবিডি :  সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। প্রথমে একটি সিম প্রয়োজন হবে, যে ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সেটআপ করতে পারবেন। একবার সেটআপ হয়ে যাওয়ার পর পরবর্তীতে যে কোনো ডিভাইসে সিম ছাড়াই সে অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন।

পদ্ধতি

* প্রথমে স্মার্টফোন বা ট্যাবে ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং ক্রোমের উপরের ডান দিকে থাকা সেটিংসে ট্যাপ করুন।
* ‘ÔView as computer’
সিলেক্ট করুন।
* হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সাইটে যান, সেখানে একটি কিউআর কোড প্রদর্শন করবে।
* এখন হোয়াটসঅ্যাপ এমন একটি ফোনে ওপেন করুন যার মধ্যে সিম কার্ড আছে। এরপর উপরের ডান দিকে থাকা সেটিংসে ট্যাপ করুন, ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ সিলেক্ট করুন এবং সিমলেস ডিভাইসটির স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন।
* এখন সিমলেস ডিভাইসটিতে হোয়াটস অ্যাপের কন্ট্যাক্টস এবং কনভারসেশন দেখতে পাবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.