কাসেমের আপিল, দুই সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

0
সিটিনিউজবিডি :   মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার সার সংক্ষেপ জমা দিতে দুই সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ মামলার সার সংক্ষেপ জমা দেয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, “আমাদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে।”
যুদ্ধাপরাধ মামলার আপিল শোনার দায়িত্বপ্রাপ্ত এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত বছরের  ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম।
দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চেয়েছেন।
চলতি বছর ২৮ মে আপিল বিভাগ আপিলের সার-সংক্ষেপ দাখিল করতে দুই পক্ষকে সময় বেধে বেঁধে দিয়েছিল।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.