চট্টগ্রাম থেকে ৪১৭ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে

0

চট্টগ্রাম অফিস :  শাহ আমানত বিমানবন্দর থেকে ৪১৭ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় গেছে।সোমবার রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১০১৫ ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যায়।

বাংলাদেশ বিমানের শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার বজলুল কবির সোলায়মানি  বলেন, চট্টগ্রাম থেকে এবার পাঁচটি হজ্ব ফ্লাইট যাবে। সোমবার রাতে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সংসদ সদস্য এম এ লতিফ বিমান বন্দরে উপস্থিত থেকে চট্টগ্রামের হজ যাত্রীদের বিদায় জানান।যাত্রার আগে বিমানে হাজীদের সাথে কুশল বিনিময় ও পরে মোনাজাতে অংশ নেন।

চট্টগ্রাম থেকে দ্বিতীয় ফ্লাইট আগামী ২০ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া ২২ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিট, ২৪ আগস্ট রাত ১ টা ৫ মিনিট এবং ২৬ আগস্ট সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে বাকি তিনটি ফ্লাইট শাহ আমানত বিমান বন্দর ত্যাগ করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.