গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা আর নেই

0

সিটিনিউজ ডেস্ক:: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে তিনি মারা যান।গাইবান্ধা-২ আসনের এমপি মাহবুব আরা বেগম গিনি পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।এর আগে গত ১৮ নভেম্বর গোলাম মোস্তফা টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এমপিকে বহনকারী মাইক্রোবাসটি।

পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আঁততায়ীর গুলিতে নিহত হন। তার শূন্য আসনের উপ-নির্বাচনে এমপি হন গোলাম মোস্তফা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.