এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে গত শনিবার বিকেলে ৯১ ব্যাচ কর্তৃক নিজস্ব অর্থায়নে নিমিত শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়েছে।
পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শহীদ মিনার শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান,বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগ সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বর্ষিয়ান আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, সাবেক মমুক্তিযোদ্ধা ককমান্ডার শামসুদ্দিন আহমদ, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ৯১ ব্যাচের আহবায়ক ইঞ্জিনিয়ার দিদারুল ইসলাম, প্রিমিয়ার সিমেন্টের জিএম সরওয়ার পাশা, বাংলাদেশ স্পিরিং এর জি এম মোজাম্মেল হক, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপক ফয়সাল আবেদীন, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ব্যবসায়ী নেতা জাহাঙ্গির আলম, জাহাঙ্গির হোসেন, জাসেদুল ইসলাম, মুহাম্মদ পেয়ারু, নুরুল আবছার, মহিউদ্দিন, আবদুর রহমান নুরুল হান্নান, গোলাম কাদের প্রমখ।

এতে ৫২’র ভাষা আন্দোলনের ৬৫ বছর পর ৯১ ব্যাচ এ শহীদ মিনার নিমাণ করে দেওয়ায় সাংসদ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং পুস্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন।

এসময় সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, শহীদ মিনার হচ্ছে আমাদের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিচ্ছবি। এ মিনার যখনই যেকোনো মানুষের সম্মুখে উপস্থাপিত হবে তখনই তার মাঝে এর পেছনের ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি হবে। তিনি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যত প্রজন্মের মাঝে তুলে ধরা তথা জাতির পিতার সূদীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.