প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দিতে দিল্লিতে

0

সিটিনিউজবিডি :  ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দিল্লি পৌঁছানোর পরই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে যান এবং সমবেদনা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।

বুধবার ভোর ৬টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ভারতের উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ভারতের স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিট প্রধানমন্ত্রীর নয়াদিল্লি পৌঁছান।
প্রধানমন্ত্রী বিকাল ৩টায় আবার ঢাকার পথে রওনা হবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির সামরিক হাসপাতালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (মুখার্জি) স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় পরলোকগমন করেন। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। শুভ্রা মুখোপাধ্যায় শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং প্রায় দুই সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হন। তিনি দিল্লিতে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.