জঙ্গি সংগঠনকে আর্থিক সহযোগিতার অভিযোগে তিন আইনজীবী গ্রেপ্তার

0

চট্টগ্রাম অফিস :  বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব , তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ আর্থিক সহযোগিতা দেয়ার  ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১ টার দিকে ঢাকার ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, সুপ্রিম কোর্টে কর্মরত ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন এবং অ্যাডভোকেট বাপন।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, তিন আইনজীবী শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়ন করেন।  তারা এক কোটি আট লক্ষ টাকা শহীদ হামজা ব্রিগেডকে দিয়েছেন।  পর্যাপ্ত তথ্যপ্রমাণ আমরা পেয়েছি।  এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.