সাজের উপকরণে বরফ

0

সিটিনিউজবিডি :  বরফ যে শুধুমাত্র ব্যাথা লাগলে তার উপশম করতে কাজে লাগে তাই নয়, বিভিন্ন ধরণের ঘরোয়া সৌন্দর্যের টিপসেও বরফ অদ্ভুত ভাল কাজ করে৷ সৌন্দর্যের ঘরোয়া টিপসে কী কী উপায়ে বরফ কাজে লাগে আপনার জেনে নিন সে কথা৷

১.ত্বক:
শসা ত্বককে ঠাণ্ডা এবং আর্দ্র রাখতে ব্যবহার করা হয়৷ শসার পেষ্ট জমিয়ে রেখে তা মুখে মাখলে চ্বক পরিষ্কারও হয়৷ ডেড সেল বের করতে সাহায্য করে এই জমিয়ে রাখা শসার পেষ্ট৷ এর ফলে ত্বকে প্রান ফিরে আসে৷ শসাকে পেষ্ট করে তাতে এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রস দিয়ে দিন৷ তার পর সেটিকে একটি বরফের ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন৷ শসার পেষ্টটি জমে গেলে তা বের করে ত্বকে হাল্কা করে বোলান৷ এতে আপনার ত্বকে ঔজ্জ্বল্য ও আর্দ্রতা ফিরে আসবে৷ প্রতি সপ্তাহে তিন বার করে এটি ব্যবহার করতে পারেন৷

২. চোখ:
চোখের ফোলা ভাব কমানোর জন্য একটি পাতা ভরতি চা-ব্যাগকে ফ্রিজে ঢুকিয়ে জমিয়ে নিন৷ ঠাণ্ডা চা-পাতার বরফ আপনার চোখের ফোলাভাব কমাতে সাহায্য করবে৷ চোখ বেশি ফোলা হলে এক চামচ গ্রিন চা পাতাকে গরম জলে ফুটিয়ে নিন৷ তারপরে ওই চা-পাতা ঠাণ্ডা হলে তাকে ফ্রিজে ঢুকিয়ে জমতে দিন৷ এতে ডার্ক সার্কেল এবং চোখের ফোলাভাব কম হয়৷

৩. ফেসিয়াল:
লেবুর রসের বরফ ইনস্ট্যান্ট ফেসিয়াল করতে পারে৷ লেবুর রসে থাকে ভিটামিন সি৷ ফলে লেবুর রস ত্বককে মসৃণ করতে সাহায্য করে৷ একটি লেবুর রস বের করে তা বরফের ট্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিন৷ জমে গেলে বরফটিকে ধীরে ধীরে গালে ও গলায় বোলান৷ এবং তার পরে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন৷ এর ফলে মুখ পরিষ্কার হবে এবং একটি প্রাকৃতিক গ্লো আসবে৷ এটিও সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন৷

৪. ব্রণ:
ত্বকের যে সব জায়গায় ব্রণর প্রকোপ দেখা দিচ্ছে সেই জায়গায় বরফ লাগান৷ এক মিনিট ধরে ব্রণর উপরে বরফ ব্যবহার করুন৷ বরফ ফোলা ভআব এবং লালভাব কমাতে সাহায্য করে৷ ফলে বরফ ব্যবহার করলে ব্রণ ত্বকের সঙ্গে মিশে যায়৷

৫. থ্রেডিং:
থ্রেডিং বা আইব্রো করার পরে অবশ্যই বরফ ব্যবহার করুন৷ ভ্রুতে থ্রেডিংয়ের ফলে যে লালভাব বা ফোলাভাব তৈরি হয় তা কমে যায় বরফের ব্যবহারের ফলে৷

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.