চন্দনাইশে রেলওয়ের ১৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

0

মো. দেলোয়ার হোসেন,চন্দনাইশ :: বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা দোহাজারী এলাকায় রেল ষ্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান করেন।

এ সময় তিনি ছোট-বড় ২০০ অবৈধ দোকান উচ্ছেদের পাশা-পাশির রেলওয়ের বে-দখলকৃত দেড় একর জমি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকার উর্ধ্বে।

বৃহস্পতিবার ৪ জানুয়ারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলাকালে চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার, থানা পুলিশ, রির্জাভ পুলিশ, রেলওয়ে পুলিশসহ ৫০ জন এবং রেলওয়ের ২০ জন কর্মকর্তা-কর্মচারীসহ ৭০ জন লোক এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।

বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা বলেছেন দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছিল একটি মহল। তিনি বিষয়টি অবগত হয়ে উর্ধ্বেতন কর্তৃপক্ষের নির্দেশে রেলওয়ের এ বিশাল সম্পত্তি উদ্ধার করেন। যা আগামীতেও এ রেলওয়ের উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলে মত প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.