সবাই প্রাণের উচ্ছাসে মিলিত হবে কালীপুর স্কুলের হীরক জয়ন্তীতে

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে ১২ এবং ১৩ জানুয়ারী দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অগণিত শিক্ষার্থী যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন পেশায় নেতৃত্ব দিচ্ছেন তারাই প্রতিষ্ঠানের গর্ব এরই আলোকে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার শুভ সূচনা হবে ১২ জানুয়ারী সকাল ১০ টায়।

অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রাচীনতম দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা।

অনুষ্ঠানের উদ্ভোধনী শেষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালী। এরপর বিকালে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি বোরহান উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী, যুগ্ম জেলা ও দায়রা জজ মু: মোশারফ হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শন কাজী নাজিমুল ইসলাম। ১৩ জানুয়ারী প্রাক্তন শিক্ষার্থীদের পুনঃ মিলনী, স্মৃতিচারণ, আড্ডা শেষে অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দের সংবর্ধনা বিকালে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহামুদুল হক, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এমরান ভুঁইয়া, প্রধান আলোচক থাকবেন লেখক ও গবেষক বেলাল বেগ, আলোচক থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্ত্তী, লেখক সাংবাদিক শওকত বাঙালী।

উপরোক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের জন্য সাংবাদিক সম্মেলনে সর্বস্তরের জনগণ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন প্রাক্তন হীরক জয়ন্তী উদ্যাপন পরিষদের মহাসচিব অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক নাজিম উদ্দিন কায়েস, সরওয়ার কামাল, প্রধান শিক্ষক চন্দন দত্ত, অধ্যাপক শহিদ উদ্দিন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, মোজাফ্ফর আহমদ, এমতাজুল হক রুপক, কৃষ্ণ প্রসাদ সেন, জসীম উদ্দিন, মিজানুর রহমান, বেদার উদ্দিন, শহিদুল ইসলাম, নুরুল মোস্তফা, শফিকুল আলম, মোঃ শোয়াইব, আনোয়ারুল ইসলাম, ফয়সাল ও রুবাইয়াৎ, নোমান, বিকাশ ধর, আবদুল আউয়াল ইমন প্রমুখ। সাংবাদিক সম্মেলনে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগসহ বিদ্যালয়ের কৃত্বি গাঁথা তুলে ধরা হবে বলে জানানো হয়। এছাড়াও প্রতিদিন রাতে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন রয়েছে বলে জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.