বাংলাদেশের উন্নয়নের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: সারা দেশের ন্যায় চট্টগ্রামেও তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল । 

সমাপনী দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা বিশেষ অতিথি পুলিশ সুপার নুরে আলম মিনা উপস্থিত ছিলেন।

জেলা প্রেশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেন, সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের। বাংলাদেশের উন্নয়নের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। আমরা ২০৪১ সালের আগেই উন্নত বিশ্বের তালিকায় পৌছে যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত তথ্য প্রযুক্তি নির্ভর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। শিক্ষা চিকিৎসা বাসস্থান নারী উন্নয়ন কৃষি সবক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় চারজন প্রবাসী মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে অনুদান চেক তুলেদেন এবং মেলায় অংশগ্রহণকারী স্টল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সুরক্ষা বিভাগ ও কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সম্মাননা স্মারক তুলেদেন বিভাগীয় কমিশনার। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.