নতুন শুরুর স্বপ্নে বিভোর মাশরাফি

0

খেলাধুলা,সিটিনিউজ :: ২০১৭ সালে বেশ কয়েকটি স্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। টেস্টে প্রথমবারের মতো হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। খেলেছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। তবে বছরের শেষটা ভালো হয়নি টাইগারদের। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বেশ নাজেহালই হতে হয়েছে লাল-সবুজের দলকে। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার নতুন শুরুর স্বপ্নে বিভোর মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে নতুন বছরের শুরুটা করতে চান বাংলাদেশ অধিনায়ক।

আগামীকাল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর। শুধু ত্রিদেশীয় সিরিজেই না, জয় দিয়ে নতুন বছরের শুরুটাও ভালোভাবে করতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

গত বছরের শেষপর্যায়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সব ম্যাচেই হারের মুখ দেখেছিল বাংলাদেশ। নতুন বছরের শুরুতে সেই ব্যর্থতার ধাক্কাটা কাটিয়ে উঠতে চান মাশরাফি। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার ব্যর্থতা পুষিয়ে দিতে চাই। নতুন বছরটা শুরু করতে চাই সাফল্য দিয়ে।’

তবে সেই কাজটা যে সহজ হবে না, সেটাও সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি। ঘরের মাঠে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার ভুল করতে চান না টাইগার অধিনায়ক, ‘আমরা শিরোপা জিততে চাই। কিন্তু প্রতিপক্ষকে সহজভাবে নেওয়া ঠিক হবে না। হাথুরুসিংহে সদ্য শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। ভারত সফরে গিয়ে শ্রীলঙ্কা জিতে এসেছে। আবার জিম্বাবুয়েও শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ জিতেছে।’

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.