তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: বিশিষ্ট সমাজসেবা আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, নির্বাচনের কয়েকমাস আগে মাঠে-নেমে কিছু টাকা-পয়সা খরচ করে কিছু মানুষ জনপ্রতিনিধি হয়ে আর তাদের দেখা পাওয়া যায় না। এসব জনপ্রতিনিধি সহ কিছু নেতা আছে যাদের জনসম্পৃক্ততা দূরে থাক নিজ সংগঠনের কর্মীদের সাথেও যোগাযোগ নেই।

যাদের বাসায় কর্মীরাই ঢুকতে পারে না, জনগণ কিভাবে তাদের খুঁজে পাবে? আগামী নির্বাচনে কেবল প্রতিক দেখে নয়, মানুষ বুঝেও আমাদের মূল্যায়ন করতে হবে। যাদেরকে বিপদে আপদে কাছে পাওয়া যায়, মানুষের উপকার করার মানসিকতা আছে, সারাবছর মানুষকে সাহায্য করে আমাদেরকে তাদের বেছে নিতে হবে।

২১নং জামালখান ওয়ার্ডে তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নানের সভাপতিত্বে এবং নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ এর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, পিংকু দেবরায়, নগর যুবলীগ সদস্য এস.এম. সাঈদ সুমন, দেলোয়ার হোসেন দেলু, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, শেখ বশির আহমেদ, মুক্তিযোদ্ধার সন্তান সরওয়ার আলম মনি, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, নুরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মো: শফি, মো: রকি, মো: রুবেল, এনামুল হক, মো: আলামিন প্রমুখ। আলোচনা সভা শেষে সমাজসেবক ফরিদ মাহমুদ সহ উপস্থিত নেতৃবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। প্রয়াত নেতা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী এবং তোফায়েল আহমেদ মাস্টারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.