শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে  প্রণব মুখার্জি।

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।  আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে যান। এ সময় গণভবনের কম্পাউন্ড গেটে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বৈঠকে বসেন দুই নেতা। দুই দেশের বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এর আগে ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি। সেখান থেকেই প্রণব মুখার্জি গণভবনে যান।

ধানমন্ডীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রনব মুখার্জির শ্রদ্ধা নিবেদন
ধানমন্ডীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রনব মুখার্জির শ্রদ্ধা নিবেদন

এরপর বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রণব মুখার্জি। পাঁচদিনের সফরে গতকাল রোববার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে এসেছেন কন্যা শর্মিলা মুখার্জি।

আগামী কাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম সফর করবেন। তিনি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাঁকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হবে।। পরে রাউজানস্থ ব্রিটিশ বিরুধী আন্দোলনের নেতা মাস্টার দা সূর্যসেনের বাড়ী পরিদর্শন করার কর্মসূচী রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.