সৌদি আরবে বিয়ে বাড়ানোর উদ্যেগ

0

মোরশেদ রানা, সৌদি আরব  :  বয়স্ক অবিবাহিতের হার কমাতে বিয়ের দেনমোহরের সীমা নির্ধারণ করে দিয়েছেন সৌদি আরবের মক্কার গভর্নর প্রিন্সখালিদ আল ফয়সাল।

অবিবাহিত নারীদের বিয়ে করতে দেনমোহরের পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল(দেডমিলিয়ন টাকা প্রায়) এবং বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদের বিয়ে করতে ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ হাজার রিয়াল( সাডে ছয় লক্ষ টাকা প্রায়)
নির্ধারণ করা হয়।

সম্প্রতি মক্কা গভর্নরের অফিস এক টুইট বার্তায় সব শহরের গভর্নরকে এ বিষয়ে উদ্যোগ নিয়ে সভা করতে ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

প্রিন্স খালিদ আল ফয়সাল বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের একজন উপদেষ্টা। সামাজিকভাবে মোটা অংকের দেনমোহর প্রথা থাকায়  সৌদি আরবে বয়স্ক অবিবাহিতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

এক পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সালে সৌদি আরবে বয়স্ক অবিবাহিতের সংখ্যা ছিল প্রায় ১৫ লাখ,  বর্তমান বেডে ৪০লাখে দাডিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.