জাতীয় শিশু একাডেমী না সরানোর আহ্বান, মানববন্ধন

0

সিটিনিউজবিডিঃ  জাতীয় শিশু একাডেমী স্থানান্তরের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিশু- অভিভাবক ও সংগঠক ফোরাম। আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন,  বাংলাদেশ শিশু একাডেমী ঢাকাসহ সারা দেশের শিশুদের সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। এর মাধ্যমে শিশুদের সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, গিটার, তবলা, দাবাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কিন্তু হাইকোর্টের নিজস্ব সম্পত্তির মধ্যে প্রতিষ্ঠানটি গড়ে উঠায় এটি সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এই অবস্থায় শিশু একাডেমীকে কেরানীগঞ্জ বা মিরপুরে স্থানান্তরের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে শিশুদের যাতাযাতে ব্যাপক অসুবিধায় পড়তে হবে। তাই শিশুদের মননশীলতা বিকাশের এই প্রতিষ্ঠানটি না সরানোর আহ্বান জনান বক্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.