কক্সবাজারে রোহিঙ্গার গুলিতে রোহিঙ্গা নিহত

0

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের গুলিতে মোহাম্মদ ইউসুফ(৪৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায়  কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মো. ইউসুফ তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে ।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। গুলি খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গা সদস্যের অভিযোগ, মুখোশধারী কিছু রোহিঙ্গা সদস্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকেছে। এই সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়ে গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.