স্পিকার যুক্তরাষ্ট্র গেছেন

0

সিটি নিউজ ডেস্কঃ জাতিসংঘের ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের’ (এসক্যাপ) আমন্ত্রণে আজ সোমবার (২৯ জানুয়ারী) যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

তিনি নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে এ কমিশনের ‘সামাজিক উন্নয়ন’ সংক্রান্ত ৫৬তম অধিবেশন এবং প্যানেল ডিসকাশন অন ‘গ্লোবাল রিভিউ অফ দ্য আউটকাম অফ দ্য থার্ড রিভিউ এন্ড এপ্রেইসাল অফ দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন অন এজিং-২০০২’তে অংশ গ্রহণ করবেন। দুই দিনব্যাপি এই অধিবেশন এবং প্যানেল আলোচনা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. শিরীন শারমিন চৌধুরীর আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.