সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রি বন্ধে সতর্ক থাকার নির্দেশ

0

ঢাকা অফিস  :    খোলাবাজারে সরকারি ওষুধ বিক্রি বন্ধে সতর্ক দৃষ্টি রাখতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেস্ট কমিউনিটি ক্লিনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই ‘ট্রাস্ট ফান্ড’ গঠন করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল । পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও সেগুলো চালু করার উদ্যোগ নেয়। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.