এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষনা

0

সিটি নিউজ ডেস্কঃঃ কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা প্রশ্ন ফাঁস। এবার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দেয়ার জন্য ৫ লাখ টাকা পুরুস্কার ঘোষনা করেছেন শিক্ষামন্ত্রী।
আজ রবিবার (৪ফেব্রুয়ারী) সচিবালয়ে এক জরুরি সভায় শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার যারা হোতা,যারা এর সঙ্গে সম্পৃক্ত সে ধরনের যারা অপরাধী তাদেরকে ধরিয়ে দিতে পারলে, চিহ্নিত করে দিতে পারলে, সঠিক প্রমাণিত হলে ৫ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে।

এদিকে, চলমান এসএসসি-সমমানের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করে দেন শিক্ষামন্ত্রী।

কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের পরও ঠেকানো যাচ্ছে না প্রশ্ন ফাঁস। তাই বাধ্য হয়ে আজ এ পুরস্কার ঘোষনা করা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.