নেতাকর্মী শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

0

সিটি নিউজ ডেস্কঃঃ  গ্রেফতার আতংকে রয়েছেন বিএনপির নেতা কর্মীরা। আগামী ৮ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঘরে অফিসে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে গয়েশ্বর রায়, সাবেক ছাত্রদল সভাপতি হেলালসহ বেশ কয়েকজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও এখন নেতাকর্মী শূন্য। যে কোন প্রেস ব্রিফিং এ নেতা কর্মীদের ভীড়ে সিনিয়র নেতারাও বসার জায়গা পেতেন না। ক্যামেরায় মুখ দেখানোর জন্য ঠেলা ঠেলি করে সামনের সারিতে বসে থাকত। অনেক সংবাদকর্মীকেও দাড়িয়ে দাড়িয়ে সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে হয়েছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের টেলিভিশনের ক্যামেরায় মুখ দেখানোর প্রতিযোগিতার চিত্র অনেক পুরোনো। সংবাদ সম্মেলনে চেয়ারে বসা নিয়ে হট্টোগোলের চিত্রও চিরচেনা। সিনিয়র নেতাদের বসার সুযোগ না দিয়ে তুলনামূলক জুনিয়র নেতাদের চেয়ার দখলের অসুস্থ প্রতিযোগিতায় রোষানলেও পড়তে হয়েছে অনেককে।

তবে সম্প্রতি নয়াপল্টনে এসব ক্যামেরাপ্রিয় নেতাকর্মীদের সংখ্যা অনেক কমে গেছে। কেন্দ্রীয় কার্যালয়টি বলতে গেলে এখন নেতাকর্মী শূন্য।

সর্বশেষ আজ রোববার (৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীর সাথে দলের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম ছাড়া তার পাশে কাউকেই দেখা যায়নি। আমিনুল ইসলাম রিজভীর অনুসারী হিসেবে পরিচিত। এখন টিভি ক্যামেরায় মুখ দেখানোর নেই কোন প্রতিযোগীতা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.