নিম্ন মধ্যবিত্তদের আবাসন সমস্যা সমাধানে কাজ করছে রিহ্যাব

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  নিম্ন মধ্যবিত্তশ্রেণির নাগরিকদের আবাসন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)।

রিহাবের নেতৃবৃন্দ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের আবাসনের স্বপ্ন পূরণ করতে এবং আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে্ হাউজিং লোন নামে ২০ হাজার কোটি টাকার রিফিন্যান্সিং করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

তারা বলেন, জাতীয় রাজস্বখাতে প্রায় ১৫% ভূমিকা রাখা আবাসন শিল্পে স্থবিরতার জন্য অত্যাধিক রেজিষ্ট্রেশন ব্যয় অন্যতম একটা প্রতিবন্ধকতা। বর্তমানে ১৬% এর উপরে রেজিষ্ট্রশন ব্যয় রয়েছে। এটা কমিয়ে ৭ শতাংশে কমিয়ে আনলে এ খাতে আরো গতিশীলতা ফিরবে বলে নেতৃবৃন্দ মনে করেন।

আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতৃবৃন্দ এ দাবি জানান।

নগরীর চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে লিখিত বক্তব্যে রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্গ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের এ তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করলে আবাসন খাত আরো সমৃদ্ধ হবে।

সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণখাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণখাতের অবদান প্রায় ১৫ শতাংশ।

বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৩৫ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিয়েছে। আবাসনখাত নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে।

নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে আগামী বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) থেকে চারদিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৮ শুরু হবে। চলবে ১১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত।

সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম ফেয়ারের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মো. আবদুল মান্নান।

এবারের ফেয়ারে ৮৩টি স্টল থাকছে। এই ফেয়ারে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ২১টি প্রতিষ্ঠান, সাধারণ স্টল ২১টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ১০টি,আর্থিক প্রতিষ্ঠান ৭টি।

সব মিলিয়ে ফেয়ারে অংশ নিচ্ছে ৫৯ টি প্রতিষ্ঠান। রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস অ্যান্ড মিডিয়ার আহ্বায়ক এএসএম আবদুল গাফফার মিয়াজীর সঞ্চালনে এতে রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, কো-চেয়ারম্যান (২) ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.