বাড্ডায় গুলির ঘটনায় আবারও মৃত্যু

0

সিটিনিউজবিডি :  রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত মো. আবদুস সালাম (৪০) মারা গেছেন। একই ঘটনায় এর আগে আরও তিনজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টার দিকে মারা যান আবদুস সালাম।

আবদুস সালামের বাড়ি বরগুনার আদর্শনগরে। তার বাবা মির্জা আলী। নিজেকে বাড্ডা ইউনিয়ন যুবলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাবি করেছিলেন সালাম। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা এবং তার সঙ্গে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক।

হাসপাতালে নেওয়ার পর শামসু মোল্লা ও ফিরোজ আহমেদ মারা যান। পরদিন গামাও মারা যান। এ ঘটনায় ১৫ আগস্ট রাত ১২টার দিকে গামার বাবা মো. মতিউর রহমান বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.