গণধর্ষণের মামলায় ৭ ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

0

চট্টগ্রাম অফিস :    চন্দনাইশ উপজেলায় ১৯৯৭ সালে এক মহিলাকে গণধর্ষণের মামলায় ৭ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম আজ সোমবার এ রায় ঘোষণা করেন। এ মামলায় দোষী সাব্যস্ত আসামিরা হলো- আবদুল মালেক, বদর রহমান, দেলোয়ার হোসেন, মোক্তার হোসেন, কামাল উদ্দীন, রিয়াজুর রহমান এবং শামসুদ্দীন আহমদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দন্ডপ্রাপ্ত ৭জনসহ ৮ ব্যক্তি জেলার চন্দনাইশ উপজেলার খাগরিয়া এলাকায় ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর রাতে ওই মহিলাকে এক ফসলের ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। পরে ২৪ ডিসেম্বর ধর্ষণের শিকার মহিলা ওই ঘটনায় অজ্ঞাত ৮ ব্যক্তিকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৯৯৮ সালের ১৬ জুন ওই গণধর্ষণের ঘটনায় অভিযোগপত্র দাখিল করে এবং ১৮ অক্টোবর আদালত ৮ ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তবে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আখতার হোসেন নামে ৮ অভিযুক্তের একজন মৃত্যুবরণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.