বেগম  জিয়াকে ছাড়া নির্বাচনের চিন্তা বাদ দিনঃ জাফরুল  ইসলাম

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে শাহ আমানত এলাকায় কর্মসুচী পালন করা হয়।

বেগম খালাদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদানের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আজ (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহ আমানত সেতু সংলগ্ন ব্যাংক এশিয়ার সম্মুখ মাঠে  টানা অনশন কর্মসূচি পালিত হয়।

বিকাল ৪টার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীকে জুস পান করিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র অনশন ভাঙ্গেন চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, চট্টগ্রাম বার‘র সাবেক সভাপতি ও সাবেক জিপি এড. মো. দেলোয়ার হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, সরকার ষড়যন্ত্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার অপচেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অবিলম্বে নির্দলীয়, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং দক্ষিণ জেলার আওতাধীন সকল স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। চটগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করে, সাথে সাথে তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

এসময় অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক চেয়াম্যান মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. মো. কাশেম চৌধুরী, প্রকাশনা সম্পাদক এড. আবু তাহের,

চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতা এড. ফৌজুল আমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সহ-অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরো, বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাঁশখালী পৌরসভা বিএনপি’র সভাপতি রাসেল ইকবাল মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এড. নাছির উদ্দিন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন,

সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, বিএনপি নেতা কেএম আনিসুর রহমান, ফজলুল কাদের, সরোয়ার আলম নান্না, ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শহীদুল আলম শহীদ, জেলা যুবদল নেতা নবাব হোসেন চৌধুরী, হামিদুর রহমান পেয়ারু, মো. শাহেদ,

এড. আজিজ, মো. জামাল হোসেন, দৌলত আকবর চৌধুরী, আমির হোসেন, অহিদুল আলম পিপলু, এমদাদুল হক বাদশা, আবু বক্কর, আবদুর রহিম, শওকত, ওলামা দল নেতা হাফেজ মাওলানা আবদুল করিম, শ্রমিকদল নেতা আবদুল জলিল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহজাহান হোসেন, এম. হান্নান রহিম, কে.এম জামাল উদ্দিন, রাসেল চৌধুরী, আবদুস সবুর,

এড. তৌহিদুল আলম মাসুদ, মো. ইউনুছ, মাহমুদুল ইসলাম, এস.এম রিজভী, এস.এম তৈয়ব, মো. জিসান, মো. আলমগীর, তৌহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, ইমরান এমি, লোকমান উদ্দিন, মো. সুজন, মো. রাশেদ, ফয়সাল, ফজলুল কবির রুবেল, আহমদ নুর, আমান উল্লাহ বাবু, আসিফ, মো. শাহেদুল ইসলাম, টিংকু দাশ, মো. জায়েদ, মো. মুছা প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.